bn_obs-tn/content/19/11.md

1.1 KiB

আকাশ থেকে আগুন নেমে এলো

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো৷”

ভূমিতে উবুর হয়ে পরল

তারা তাড়াতাড়ি হাঁটুতে এসে গেল৷ তারা যিহোবা ঈশ্বর থেকে ভয়ভীত হল কেননা তারা তার শক্তি দেখেছিল৷ তারা জানত যে কেবল আসল ঈশ্বরই এমন কার্য করতে পারেন আর তাঁর সামনে তারা নত হল আর তার আরাধনা করল৷

যীহোবাই হলেন ঈশ্বর

এই অভিব্যক্তিটির অর্থ হল যে তারা বুঝতে পেরেছিল যে যিহোবা হল আসল ঈশ্বর, অনেক দেবদেবীর মধ্যে একজন নন৷