bn_obs-tn/content/19/08.md

990 B

বালের কাছে প্রার্থনা করল

বালের ভাববাদীরা বালের কাছে প্রার্থনা করলেন তাদের সাজানো বলিটির উপর আগুন পাঠাবার জন্য৷

চিৎকার করল

তারা বালের প্রতি চেঁচালো বা আহ্বান করল৷

নিজেদের ছুরি দিয়ে আঘাতও করল

তারা নিজেদেরকে অতিরিক্ত ভাবে ছুরি দিয়ে আঘাত করল তাদের ভক্তি বালের প্রতি দেখানোর জন্য ৷

কোনো উত্তর এলো না

তাদের চিৎকারের কোনো উত্তর এলো না আর বলি জ্বালাবার জন্য কোনো আগুনও এলো না৷