bn_obs-tn/content/19/05.md

1.3 KiB

আহাবকে বলতে বললেন যে তিনি আবার বৃষ্টি পাঠাচ্ছেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “আহাবকে বল যে ঈশ্বর বৃষ্টি পাঠাতে চলেছেন৷”

তুমি গোলযোগকারী

এর অর্থ হল, “তুমি একজন সমস্যা উৎপাদনকারী৷” আহাব এলিয়কে দোষ দিয়েছিলেন সমস্যা উৎপন্ন করার জন্য এটি বলে যে বৃষ্টি থামিয়ে তুমি ভুল করেছ৷

তুমি সত্য ঈশ্বর যীহোবাকে পরিত্যাগ করেছ

তা হল, আহাব ইস্রায়েলীয়দের যীহোবা ঈশ্বরকে আরাধনা করতে ও আজ্ঞাকারী হতে নিষেধ করে দিয়েছিলেন৷

কর্ম্মিল পর্বতে

কর্ম্মিল পর্বত হল একটি পর্বতমালার নাম যা উত্তর ইস্রায়েলে রয়েছে৷