bn_obs-tn/content/17/14.md

1.3 KiB

কলহ লেগে থাকল

এই “কলহ” ভয়ানক ছিল৷ অন্যান্য বিষয়গুলোর মধ্যে, একটি হল যে তার একটি ছেলে অন্য একটিকে হত্যা করে আর সে দায়ূদের স্থান নেওয়ার ষড়যন্ত্রও করে, যখন কি দায়ূদ তখনও রাজ্যত্ব করছিলেন৷ যদি সম্ভব হয়, তবে এমন একটি শব্দের প্রয়োগ করুন যা পরিবারের সংঘর্ষটিকে ভালোভাবে ব্যক্ত করে৷

দায়ূদের শক্তিও কমতে থাকল

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “দায়ূদ কম শক্তিশালী হতে থাকলেন” বা, “দায়ূদ তার বেশিরভাগ ক্ষমতা হারালেন৷”

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷