bn_obs-tn/content/17/07.md

1.2 KiB

ভাববাদী নাথন

কিছু কিছু ভাষায় এটি আরো প্রাকৃতিক হবে বলাটা, “একজন ভাববাদী যার নাম হল নাথান৷”

একজন যুদ্ধের ব্যক্তি

তা হল, “সেই ব্যক্তি যিনি যুদ্ধে লড়াই করে৷” দায়ূদ প্রচুর লোককে হত্যা করেছিল, যারা ইস্রায়েলের শত্রু ছিল৷ ঈশ্বর দায়ূদকে দণ্ড দিচ্ছিলেন না, কিন্তু ঈশ্বর একজন শান্তিপ্রিয় ব্যক্তি চাইতেন মন্দির নির্মানের জন্য যেখানে লোকেরা তাকে আরাধনা করতে পারবে৷

মন্দির

তা হল, “আরাধনা করার ভবন” বা, “আরাধনা করার স্থান৷”

পাপ থেকে

তা হল, “পাপের ভয়ানক পরিনামের হাত থেকে৷”