bn_obs-tn/content/16/13.md

1.2 KiB

চিৎকার করল

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “জোরে চেঁচানো” বা, “খুব উচ্চ স্বরে বলা৷”

তলোয়ার

একটি তলোয়ার হল একটি অস্ত্র যা ধাঁরালো হয় আর তার একটি হাতল থাকে৷ লোকেরা হাতলটিকে ধরে আর ধাঁরালো অস্ত্রটি দিয়ে শত্রুকে কেটে দেয় বা আঘাত করে৷ যদি আপনার লোকেদের কাছে তেমন কোনো অস্ত্র না থাকে, তাহলে আপনি এটিকে অনুবাদ করতে পারেন “একটি দীর্ঘাকারের ছুঁড়ি,” “দা” বা, “কাস্তের মত কোনো হাতিয়ার৷”

ঈশ্বরের আর গিদিয়োনের জন্য এক তলোয়ার

এর অর্থ হল, “আমরা ঈশ্বরের ও গিদিয়োনের হয়ে লড়ছি৷”