bn_obs-tn/content/15/13.md

1.4 KiB

যখন যিহোশূয় একজন বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হন

এটা বললে স্পষ্ট হতে পারে, “বহু বছর পর যখন যিহোশূয় একজন বৃদ্ধ ব্যক্তি হয়েছিলেন৷” যিহোশূয় এই সময়ে 100 বছরের হয়েছিলেন৷

ঈশ্বরের প্রতি আজ্ঞাকারী থাকা

অন্য শব্দে, তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে৷ তারা কেবল ঈশ্বরেরই আরাধনা ও সেবা করবে; তারা অন্য কোনো দেবদেবীর আরাধনা বা সেবা করবে না৷

তার নিয়ম বা ব্যবস্থা পালন করা

এর অর্থ হল যে লোকেরা ঈশ্বরের নিয়ম ব্যবস্থা পালন করবে যা তিনি প্রথমেই নিয়মের অংশরূপে দিয়ে দিয়েছিলেন৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷