bn_obs-tn/content/15/08.md

949 B

তারা গিবিয়োনীয়র দিকে প্রস্থান করল

তা হল, “তারা গিবিয়োনীয়দের কাছে গেল” বা, সেখানে পৌঁছাল যেখানে গিবিয়োনীয়রা থাকত৷” গিবিয়োনীয়রা কনানে বসবাস করত, কিন্তু কনান এত বড় দেশ ছিল না তাই সমগ্র রাতই কেবল লেগেছিল ইস্রায়েলীয় সৈন্যদের গিবিয়োনীয়দের ক্যাম্পে বা শিবিরে যেতে৷

তারা ইমোরীয়দের সৈন্যদের আকস্মিত করল

ইমোরীয়রা জানত না যে ইস্রায়েলীয়রা তাদেরকে আক্রমন করতে আসছে৷