bn_obs-tn/content/14/14.md

1.0 KiB

যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহ করেছিল

এটিকে এমনভাবে অনুবাদ করা যেতে পারে, “যারা তিরস্কার করেছিল ঈশ্বরের আজ্ঞাকারী হতে যখন তিনি তাদের প্রতিজ্ঞার ভূমিতে যেতে বলেছিলেন৷”

লোকেরা

এরা হল, মারা যাওয়া লোকেদের প্রজন্ম৷

এক দিন

এর অর্থ হল, “ভবিষ্যতে কোনো এক সময়৷”

মোশীর মত একজন ভাববাদীকে পাঠাবেন

মোশীর মত, এই লোকটি হবেন একজন ইস্রায়েলীয়, তিনি লোকেদের ঈশ্বরের বাক্য বলবেন আর তিনি লোকেদের নেতৃত্ব দেবেন৷