bn_obs-tn/content/14/13.md

1.2 KiB

ঈশ্বরের অবজ্ঞা করলেন

এটিকে এমনভাবে অনুবাদ করা যেতে পারে, “মোশী ঈশ্বরের অনাজ্ঞাকারী হয়েছিলেন” বা, “মোশী ঈশ্বরের অসন্মান করলেন৷” ঈশ্বর চাইতেন তার বিশেষ শক্তি একটি বিশেষ পদ্ধতিতে মোশীর দ্বারা প্রকাশ করেন৷ কিন্তু যখন মোশী অন্য এক পদ্ধতির দ্বারা তা প্রকাশ করেন তখন তিনি তা করার দ্বারা ঈশ্বরকে অসন্মান করেন৷

একটি লাঠির দ্বারা পাথরটিকে আজ্ঞা না দিয়ে দুবার আঘাত করে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “মোশী পাথরটিকে আজ্ঞা দেন নি; একটি লাঠি দিয়ে আঘাত করেছিলেন দুবার৷”