bn_obs-tn/content/14/11.md

2.3 KiB

ঈশ্বর তাদের সকল প্রয়োজনীয় বস্তুর যোগান দিলেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “ঈশ্বর তাদের সকল কিছু দিলেন যা খাদ্য, পানীয় ও আশ্রয় হিসাবে তাদের জরুরী ছিল৷”

স্বর্গ থেকে খাদ্য দিলেন যাকে বলা হয় “মান্না”

এই পাতলা, রুটির মত খাদ্য আকাশ থেকে ঘাসের উপর শিশিরের ন্যায় পরত৷ তারা সেটিকে “মান্না” বলত৷ প্রায় প্রতিদিনই লোকেরা এই “মান্না” সংগ্রহ করত আর তা তাদের খাদ্য হিসাবে রান্না করত৷

তিনি তাদের মাঝারি আকারের পাখির ঝাঁকও তাদের তাম্বুতে পাঠিয়ে দিতেন

অন্যভাবে এটাকে বললে তা হবে, “তিনি প্রচুর পরিমানে পাখিদের তাদের তাম্বুর উপরে পাঠিয়ে দিতেন৷” যদি এই পাখিগুলোর নাম অজানা থেকে থাকে তাহলে একই ধরনের পাখির নাম প্রয়োগ করা যেতে পারে৷ বা, এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে “প্রচুর পরিমানে মাঝারি ধরনের পাখি৷”

তাদের তাম্বুগুলোতে

যে জায়গায় ইস্রায়েলীয়রা তাদের তাম্বু স্থাপন করেছিল শোয়ার জন্য সেই স্থানটিকে “ক্যাম্প” বা “তাঁবু” বলা হত৷ এটি নগরের মত ছিল ইমারতের জায়গায় তাম্বু ছিল, আর তা এদিক ওদিক সরানোও যেত৷