bn_obs-tn/content/14/09.md

1.3 KiB

তারা পাপ করেছে

এটি যুক্ত করা জরুরী, “ঈশ্বরের দেওয়া কনানের লোকেদের হারানোর আদেশটিকে, না মানার দ্বারা তারা পাপ করেছিল৷”

মোশী তাদের সতর্ক করলেন

এর অর্থ হল যে মোশী কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে তাদের বারণ করেছিলেন কারণ তারা তা করার মাধমে বিপদে পরবে৷

ঈশ্বর তাদের সাথে নেই

অন্য শব্দে, ঈশ্বর তাদের সাথে থাকবেন না তাদের সাহাযার্থে৷ ইস্রায়েলীয়দের অবাধ্যতার কারণ, ঈশ্বর তার উপস্থিতি, সুরক্ষা, আর শক্তি সরিয়ে নিলেন৷

কিন্তু তারা তাকে অবজ্ঞা করলো

তারা মোশীর অবাধ্য হল৷ তারা কনানীয়দের আক্রমন করতে চলে গেল৷