bn_obs-tn/content/14/03.md

1.9 KiB

নিস্তার পেতে হবে

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও” বা, “দেশ থেকে তাদের সরিয়ে দাও৷

তাদের সাথে শান্তি স্থাপনা কর না

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “তাদের সাথে শান্তিতে বসবাস কর না বা তাদের পাশাপাশি বসবাস কর না” বা, “তাদের সাথে শান্তিতে বসবাস করার প্রতিজ্ঞা কর না৷”

তাদের বিবাহ কর না

ঈশ্বর চাইতেন না কোনো ইস্রায়েলীয় ব্যক্তি কোনো কনানবাসীকে বিবাহ করুক৷

আমাকে ছেড়ে তাদের মিথ্যে দেবতাদের আরাধনা করবে

যদি ইস্রায়েলীয়রা কনানীয়দের সাথে বন্ধুত্ব করে আর তাদের মূর্তি বিনাশ না করে, তাহলে তারা ঈশ্বরের আরাধনা না করে তাদের মুর্তিদের আরাধনা করতে প্রলোভিত হবে৷ আপনি বলতে পারেন, “তোমরা আরাধনা করা সমাপ্ত করবে” এটিকে স্পষ্ট করার জন্য যে তারা এতটাই অন্তরঙ্গ হয়ে কনানবাসীদের সাথে বসবাস করবে যে তারা তাদের পথ অবলম্বন করবে৷