bn_obs-tn/content/13/09.md

1.6 KiB

ঈশ্বরের নিয়মবিধি

এটি উল্লেখ করে সেই সকল আদেশ ও নির্দেশনাগুলোকে যা ঈশ্বর ইস্রায়েলীয়দের পালন করতে বলেছিলেন৷

মিলন তাম্বুর সামনে

তারা পশুটিকে মিলনতাম্বুর ভিতরে আনত না, কিন্তু তার সামনে রাখা সেই বেদীটিতে আনত৷ নিশ্চিত হন যে এমন একটি অভিব্যক্তি না হয় যে তারা তা ভিতরে নিয়ে আসত৷

সেই ব্যক্তির পাপকে ঢেকে দিত

যখন লোকেরা বলি নিয়ে আসত, ঈশ্বর সেই লোকেদের পাপকে সেই পশুর রক্তের দ্বারা ঢেকে দিতেন৷ এটি হল যেমন কোনো কিছু খারাপ বা বিশ্রী জিনিসকে ঢেকে দেওয়া৷

ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধ

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যেমন ঈশ্বরের দৃষ্টিতে তার কাছে সেই পাপ নেই” বা, “ঈশ্বরের নিয়মবিধির অনাজ্ঞাকারী হওয়ার দণ্ড থেকে মুক্ত হওয়া৷”