bn_obs-tn/content/13/06.md

1.2 KiB

(ঈশ্বর নিরন্তর মোশীর সাথে কথা বললেন৷)

ব্যভিচার কর না

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “অন্যের স্বামী বা স্ত্রীর সাথে ব্যভিচার কর না” বা, “অন্য পুরুষের স্ত্রীর সাথে বা অন্য স্ত্রীর স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক রেখো না৷” নিশ্চিত হন যে এটিকে এমন ভাবে অনুবাদ করবেন যেন কাউকে আঘাত না করে বা শ্রুতিকটু না হয়৷ কিছু কিছু ভাষায় অনেক বার, এটিকে অন্যভাবে ভদ্র ভাষায় বলা হয়ে থাকে যেমন, “শয়ন করবে না৷”

মিথ্যা বল না

এর অর্থ হল, “অন্য লোকেদের বিষয়ে ভুল বা মিথ্যে বল না৷”