bn_obs-tn/content/12/04.md

1.1 KiB

লাল সমুদ্রের মধ্যে নিজেদের ফাঁদে আটকা পেল

অন্যভাবে এটাকে বললে তা হবে, “কোনো জায়গা ছিল না যেখানে তারা যেতে পারত যেহেতু মিশরীয়রা তাদের পিছনে ছিল আর লাল সমুদ্র তাদের সামনে ছিল৷”

কেন আমরা মিশর ছেড়ে ছিলাম?

“এর অর্থ হল, “আমাদের মিশর ত্যাগ করা উচিত হয়নি!” তারা কারনগুলো জিজ্ঞাস করছিল না৷ কেননা তারা এই মুহুর্তে ভয় পেয়েছিল, তারা কামনা করছিল যে তারা যদি মিশরকে ত্যাগ না করত (যদিও তাদের জন্য সেখানে থাকাটাও কষ্টকর ছিল৷)