bn_obs-tn/content/11/05.md

1.2 KiB

এড়িয়ে গেলেন

এর অর্থ হল যে ঈশ্বর সেই দরজাগুলোর পাশ দিয়ে এগিয়ে গেলেন আর কাউকেই নিহন্ন করতে থামলেন না৷ এই ঘটনাটি ইহুদিদের উৎসবে পরিনত হল যাকে বলা হয়, “নিস্তারপর্ব৷”

তারা রক্ষা পেল

ঈশ্বর তাদের প্রথমজাত পুত্র সন্তানদের নিহনন করলেন না৷

মেষ শাবকটির রক্তের জন্য

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “কেননা মেষ শাবকটির রক্ত তাদের দরজার চারধারে লাগানো ছিল৷ ঈশ্বর দেখেছিলেন যে তারা তাদের শাবকদের বলি দিয়েছিল যেমনটি তিনি তাদের আদেশ দিয়েছিলেন, তাই তিনি তাদের পুত্রদের হত্যা করলেন না৷