bn_obs-tn/content/11/04.md

756 B

প্রত্যেক প্রথমজাত পুত্র

এর অর্থ হল পরিবারের প্রত্যেক প্রথম পুত্র সন্তান যারা রক্তের বলি দেয় নি আর তারা হল মিশরের লোক৷ এটিকে স্পষ্ট করতে আপনাকে এতে অতিরিক্ত বাক্য যুক্ত করতে হবে, “প্রত্যেক মিশরীয় প্রথমজাত পুত্র” (যেহেতু ইস্রায়েলীয় সকল পরিবারগুলো তাদের দরজার চারধারে রক্ত লাগিয়ে ছিল)৷