bn_obs-tn/content/10/12.md

1.3 KiB

এই নয়টি আঘাত

এর অর্থ হল, “এই নয়টি আঘাত যা ঈশ্বর মিশরের উপর এনেছিলেন৷”

যেহেতু ফরৌণ শুনছিলেন না

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “যেহেতু ফরৌণ করছিলেন না যা ঈশ্বর তাকে করতে বলছিলেন” বা, “যেহেতু ফরৌণ ঈশ্বরের আজ্ঞাকারী হচ্ছিলেন না৷”

এটা ফরৌনের মন বদলাতে পারে

অন্যভাবে এটাকে বললে তা হবে, “এই শেষ আঘাতটি ফরৌনের চিন্তা বদলাবে যা তিনি ঈশ্বরের বিষয়ে ধারণা করেছিলেন আর পরিণাম স্বরূপ তিনি ইস্রায়েলীয়দের ছেড়ে দেবেন৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷