bn_obs-tn/content/10/11.md

642 B

ঈশ্বর অন্ধকার পাঠালেন

ঈশ্বর অন্ধকারকে অনুমতি দিলেন মিশরের উপর ছেয়ে থাকতে৷ অন্য শব্দে, ঈশ্বর মিশর থেকে আলো সরিয়ে নিলেন৷

অন্ধকার যা তিন দিন পর্যন্ত ছিল

এই অন্ধকারটি রাতের সাধারণ অন্ধকার থেকে ঘন ছিল আর তিন দিবারাত্রি তা সেখানে অবস্থান করেছিল৷