bn_obs-tn/content/10/08.md

1002 B

এরপর

এর অর্থ হল, ঈশ্বর মিশরীয়দের ত্বকে বেদনাময় স্ফোটক উৎপন্ন করার পর৷

ঈশ্বর শিলাবৃষ্টি পাঠালেন

ঈশ্বর শিলাবৃষ্টি আকাশ থেকে পাঠালেন৷

শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি হল বরফের টুকরো যা মেঘ থেকে বৃষ্টির মত ভূমিতে পরে৷ এই টুকরোগুলো খুব ছোটও হতে পারে আবার খুব বড়ও হতে পারে৷ বড়গুলো যার উপর পরে তাকে আঘাত করে বা মেরে ফেলে৷

তোমরা যেতে পার

“তোমরা” শব্দটি মোশী, হারোন আর ইস্রায়েলীয়দের উল্লেখ করে৷