bn_obs-tn/content/10/05.md

1.2 KiB

ঈশ্বর একটি আঘাত পাঠালেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “ঈশ্বর সেখানে মহামারী বা আঘাত হওয়ার অনুমতি দিলেন” বা, “ঈশ্বর একটি মহামারীকে (পিশুর দ্বারা) মিশরের ভূমিতে হতে দিলেন৷”

পিশু

এগুলো হল ক্ষুদ্র ক্ষুদ্র আকারের পোকা যা কামড়ায় আর বিশালাকারে ঝাঁকে ঝাঁকে থাকে, যা মিশরের সকল মানুষ ও প্রানীদের বিরক্ত করে তুলেছিল৷

মাছি

এগুলো ছিল বড় বড় বিরক্তিকর ও বিনাশকারী মাছি৷ এগুলো এত পরিমানে সেখানে ছিল যে তারা সকল কিছুকে ঢেকে দিয়েছিল, এমনকি মিশরীয়দের ঘরগুলোতেও ভরে গিয়েছিল৷