bn_obs-tn/content/10/02.md

1.4 KiB

লোক বা প্রজা

এটি ইস্রায়েলের লোকেদেরকে বোঝাচ্ছে, যাদের “ইস্রায়েলীয়” বলা হত৷

দশটি ভয়ানক মহামারী

একটি আঘাত বা মহামারী হল খুবিই ভয়ানক বা খারাপ যা কারো বা কোনো জিনিসের উপর হয়৷ একটি মহামারী বহু লোকেদের প্রভাবিত করে বা একটি বিশাল ভৌগলিক এলাকায় ঘটে৷

“মহামারী”

র অন্য শব্দটি হল “বিপর্যয়৷”

মিশরের সকল দেবদেবীগনের চেয়ে

এটা আরো স্পষ্ট হবে বলাটা, “সেই সকল দেবদেবীদের যাদের মিশরবাসীরা আরাধনা করত৷ মিশরের লোকেরা বিভিন্ন দেবদেবীর পুজো করত৷

এই মিথ্যে

ঈশ্বরগুলো সেই আত্মাগুলো যা ইস্রায়েলের ঈশ্বর সৃষ্টি করেছিলেন, বা তারা বাস্তবে নেই৷