bn_obs-tn/content/09/15.md

1.3 KiB

ভয়ভীত ছিলেন আর যেতে চাননি

মোশী জানতেন যে ফরৌণ তাকে হত্যা করতে চান, আর তিনি বিশ্বাস করেন নি যে ঈশ্বর তাকে যা করাতে চেয়েছিলেন তা তিনি করতে পারবেন৷

মোশীর ভাই, হারোণ

হারোণ ছিলেন মোশীর আপন ভাই তার ইস্রায়েলীয় মাতা আর পিতার তরফ থেকে৷ হারোণ কমপক্ষে মোশীর থেকে কিছু বছরের বড় হয়ে থাকবেন৷

হৃদয় কঠিন

এর অর্থ হল ফরৌণ ঈশ্বরের আজ্ঞা মানতে অস্বীকার করবেন৷ আপনি হয়ত যোগ করতে চাইবেন, “হৃদয় কঠিন করবেন আর শুনতে (বা মানতে) চাইবেন না৷”

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷