bn_obs-tn/content/09/14.md

976 B

লোকেরা

09-13-তে “আমার লোক” দেখুন৷

আমি আছি সেই আছি

এই বর্ণনাটি ব্যক্ত করছে যে ঈশ্বরই কেবল স্বয়ংয়ের ব্যাখ্যা দিতে পারেন, অন্য কিছু না যা আমরা জানতে পারি আর অন্য কিছুর সাথে তার তুলনা হয় না৷

আমি

এই নামটি জোর দেয় যে ঈশ্বর হলেন কেবল একজন যিনি চিরকাল আছেন আর চিরিকাল থাকবেন৷

আমার নাম

নাম যা ঈশ্বর মোশীকে আর সকল ইস্রায়েলকে তার জন্য প্রয়োগ করতে বলেছিলেন তা হল “যিহোবা,” যা “আমি”