bn_obs-tn/content/09/12.md

1.9 KiB

মেষদের দেখাশোনা করছিলেন

এর অর্থ হল তিনি মেষপালকের কাজ করছিলেন মেষদের ঘাস ও জলের দিকে নির্দেশন দিচ্ছিলেন আর তাদের সুরক্ষা করছিলেন৷ এটাকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “মেষদের তত্ত্বাবধান করছিলেন৷"

ঝোপটি পুড়ছিল না

ঈশ্বর ঝোপটিকে আগুনে পরিপূর্ণ করেছিলেন, কিন্তু আগুন ঝোপটিকে পোড়াছিল না৷

ঈশ্বরের বাণী বলল

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “ঈশ্বর স্বজোরে বলে উঠলেন৷” মোশী ঈশ্বরকে বলতে শুনলেন, কিন্তু ঈশ্বরকে দেখতে পাননি৷

তোমার জুতো খোলো

ঈশ্বর চাইতেন সে যেন তার জুতো খোলে ঈশ্বরকে মহানভাবে সন্মান দেখায়৷ এই কারণটিকে স্পষ্ট করতে, আপনি বলতে পারেন যে, “তোমার জুতো খোলো, কেননা তুমি পবিত্র ভূমিতে আছো৷”

পবিত্র ভূমি

এটি এই অর্থে পবিত্র যে ঈশ্বর সাধারণ ভূমি থেকে এটিকে আলাদা করেছিলেন আর এটিকে একটি বিশেষ স্থান করেছিলেন যেখানে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন৷