bn_obs-tn/content/09/03.md

903 B

দুর্বিসহ

এর অর্থ হল যে তারা প্রচুর কষ্টে ভুগছিলেন, কারন তাদের কতই না কষ্ট দেওয়া হয়েছিল আর কঠিন কার্য করানো হয়েছিল আর কার্য করতে বাধ্য করা হয়েছিল৷ তারাও খুব মানসিক রূপে ভেঙ্গে পড়েছিলেন৷

ঈশ্বর তাদের আর্শিবাদ দিলেন

ঈশ্বর তাদের যত্ন নিলেন, কঠিন যাতনা সহ্য করতে তাদের সাহায্য করেছিলেন আর তাদের প্রচুর সন্তান দিয়ে সংখ্যায় তাদের বৃদ্ধি করেছিলেন৷