bn_obs-tn/content/08/08.md

1.0 KiB

মুগ্ধ হন

ফরৌণ যোষেফের জ্ঞানে মুগ্ধ হন আর তার প্রতি সম্মানিত বোধ করেন; তিনি যোষেফকে জ্ঞানবান নির্ণয় করলেন , এবং বিশ্বাস করলেন যে সে লোকেদের মঙ্গল করবে। এটা বললে স্পষ্ট হবে, “যোষেফের জ্ঞানে মুগ্ধ হয়েছিলেন৷”

দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি

ফরৌণ যোষেফকে মিশরের সকল প্রজার উপরে একজন খুব শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে দিলেন৷ কেবল ফরৌণই যোষেফের থেকে বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন৷