bn_obs-tn/content/08/07.md

1.2 KiB

স্বপ্নগুলোর ব্যাখ্যা

“ব্যাখ্যা” হল কোনো কিছুর অর্থ বলা৷ তাই যোষেফ সক্ষম ছিলেন লোকেদের বলতে যে তাদের স্বপ্নের অর্থ কি৷

যোষেফকে তার কাছে ডেকে পাঠালেন

এটিকে অন্যভাবে বললে এটি হবে, “তার চাকরদের আদেশ দিলেন তার কাছে যোষেফকে আনার জন্য৷”

ঈশ্বর পাঠাবেন

ঈশ্বর সাত বছর ফসলের বেশি ফলন দেবেন, আর তারপর তিনি স্বাভাবিকের তুলনায় কম ফসল ফলাবেন যেন লোক ও পশুরা যথেষ্ট খাবার না পায়৷

দুর্ভিক্ষ

যখন বাগিচা ও কৃষি ক্ষেত্র খুবিই কম উৎপাদন করে আর লোকেদের ও পশুদের যথেষ্ট খাবার হয় না৷