bn_obs-tn/content/08/06.md

1.3 KiB

প্রচুর পরিমানে বিচলিত করেছিল

এর অর্থ হল যে রাজা খুব ভয়ভীত হয়েছিলেন আর বিভ্রান্ত হয়েছিলেন (যা তিনি স্বপ্নে দেখেছিলেন তার জন্য)৷

তার মন্ত্রবেত্তাগন

এই লোকগুলো বিশেষ শক্তিযুক্ত আর জ্ঞানবান ছিল যারা কোনো কোনো সময়ে স্বপ্নের অর্থ বলে দিতে পারতেন৷ কিছু অনুবাদকেরা তাদের “জ্ঞানী ব্যক্তি” আখ্যা দিয়েছেন৷

স্বপ্নগুলোর অর্থ

মিশরের লোকেরা বিশ্বাস করতেন যে স্বপ্ন হল দেবদেবীর কাছ থেকে আগত ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে সংবাদ৷ ঈশ্বর ভবিষ্যতে কি ঘটবেন তাকে তা বলার জন্য ফরৌনের স্বপ্নগুলোকে ব্যবহার করেছিলেন৷