bn_obs-tn/content/08/05.md

1.3 KiB

যোষেফের সাথে শয্যাসঙ্গিনী হওয়ার চেষ্টা করলেন

এটিকে অন্য ভাবে বললে এটি হবে, “যোষেফকে কুকর্ম করতে প্রলোভিত করার চেষ্টা৷” “শয্যা সঙ্গিনী” এমনভাবে ব্যক্ত করতে হবে যে তা ত্রুটিপূর্ণ বা অশোভনীয় না হয়৷

ঈশ্বরের বিরুদ্ধে পাপ

সহবাস করা যদি তারা একেঅপরকে বিবাহ না করে থাকেন তবে লোকেদের জন্য সেটা ঈশ্বরের ব্যবস্থা বা নিয়মের বিরুদ্ধে ছিল । যোষেফ ঈশ্বরের নিয়ম ব্যবস্থার অনাজ্ঞাকারী হয়ে পাপ করতে চাইলেন না৷

ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য রইলেন

এটিকে অন্যভাবে বললে এটি হবে, “ঈশ্বরের আজ্ঞাকারীতায় টিকে রইলেন৷