bn_obs-tn/content/08/01.md

1.2 KiB

পাঠালেন

এই শব্দটির অর্থ হল যে যাকোব যোষেফকে বললেন যাও আর যোষেফ গেলেন৷

প্রিয় পুত্র

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “যে ছেলেটিকে তার অন্যান্য ছেলেদের তুলনায় তিনি বেশি স্নেহ করতেন৷

দেখতে

এর অর্থ হল যে যোষেফকে যেতে হবে আর দেখতে হবে যে সবকিছু তার ভাইদের সাথে ঠিক আছে কি না৷ কিছু ভাষা এমন বলতে পারে, “তার ভাইদের কুশলতা দেখতে৷”

ভাইদের

এরা হলেন যোষেফের বড় ভাইয়েরা৷

গবাদিপশুদের চড়াছিলেন

যেহেতু এখন কিছু দিনের যাত্রা হয়েগিয়েছে, এটা বলা দরকার যে, “দূরে কারা কারা পশুদের দেখাশোনা করছে৷”