bn_obs-tn/content/07/06.md

1.7 KiB

এষৌর ষড়যন্ত্র

এষৌর পরিকল্পনাটি ছিল তার পিতা মারা যাওয়ার পর যাকোবকে হত্যা করার৷

রিবিকা ও ইসহাক যাকোবকে পাঠিয়ে দিলেন

রিবিকা এষৌ থেকে যাকোবকে বাঁচাতে চেয়েছিলেন তাই তিনি ইসহাকের সাথে কথা বললেন যাকোবকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য৷

দূরে তার আত্মীয়দের সাথে বসবাস

এটি সেই জায়গা ছিল যেখানে রিবিকা বসবাস করতেন, যেখানে অব্রাহামের চাকর তাকে ইসহাকের স্ত্রী হওয়ার জন্য নিতে এসেছিলেন৷ এটিকে স্পষ্ট করতে, আপনি জুড়ে দিতে পারেন, “আত্মীয়রা সেই স্থানের যেখানে তিনি এক কালে বসবাস করতেন৷ পূর্বের সেই ভূমি যা কিছু শত মাইল দূরে ছিল৷

তার আত্মীয়রা

এটিকে এমনভাবেও অনুবাদ করা যেতে পারে, “তাদের আত্মীয়রা৷” যেহেতু অব্রাহামের ভাই রিবিকার পিতামহ ছিলেন, তার আত্মীয়রা ইসহাকেরও আত্মীয় ছিলেন৷