bn_obs-tn/content/07/03.md

1.5 KiB

তার আর্শিবাদ দিতে

এটা পরম্পরা ছিল যে পিতারা আনুষ্ঠানিকভাবে তাদের সন্তানদের উপর ঘটে এমন ভালো ইচ্ছাগুলো প্রকাশ করে৷ সাধারনত জ্যেষ্ঠপুত্রটি সবচাইতে উত্তম প্রতিজ্ঞাটি পেয়ে থাকে৷ ইসহাক চেয়েছিলেন যে এই অতিরিক্ত উন্নতিটি এষৌ পায়৷

ছল করেন

“ছল” শব্দটির অর্থ হল জেনেবুঝে কাউকে প্রতারণা করা৷ রিবিকা ইসহাককে ছলনা করার একটি যোজনার সাথে এলেন যেন এষৌর জায়গায় যাকোবকে বিশেষ আর্শিবাদ পাইয়ে দেন৷

ভান

“ভান” শব্দটি দেখায় যে কিভাবে যাকোব তার পিতাকে প্রতারণা করেন (যার বৃদ্ধ বয়সে চক্ষুর দৃষ্টি খুবিই ক্ষীণ ছিল)৷

ছাগলের লোমযুক্ত চামড়া

ছাগলের লোমযুক্ত চামড়া যাকোব এষৌর মত অনুভব দিতে পারবে৷