bn_obs-tn/content/06/07.md

1.7 KiB

রিবিকার সন্তানদের জন্ম হল

অন্য ভাষাগুলোতে এটিকে আরও একটু ঘুরিয়ে বলা হয়েছে, “যখন রিবিকা দেখলেন আর তাদের নিলেন” বা, “যখন রিবিকা তাদের আলোতে আনলেন৷

জ্যেষ্ঠ পুত্র \ কনিষ্ঠ পুত্র

এটিকে এভাবেও অনুবাদ করা যেতে পারে, “প্রথমে বেরিয়ে আসা পুত্রটি\ পরে বেরিয়ে আসা পুত্রটি৷” নিশ্চিত হন যে “জ্যেষ্ঠ” আর “কনিষ্ঠ” শব্দটির অনুবাদ ভালোভাবে যেন এটি প্রকাশ করে যে শিশু দুটি যমজ ছিল৷

লাল

এর অর্থ হতে পারে যে তার ত্বক খুব রক্তাক্ত বর্ণের ছিল বা তার শরীরের অতিরিক্ত লোমগুলোর রং লাল ছিল৷

লোমযুক্ত

এষৌর শরীরে প্রচুর লোম ছিল৷ আপনি বলতে পারেন, “জ্যেষ্ঠজনের শরীর লালবর্ণের ছিল, প্রচুর লোমের সাথে৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷