bn_obs-tn/content/05/04.md

1.6 KiB

(ঈশ্বর অব্রামের সাথে কথা নিয়ত বলতেন৷)

প্রতিজ্ঞার পুত্র

ইসহাক হলেন সেই পুত্র যার বিষয়ে ঈশ্বর অব্রাম ও সারীকে প্রতিজ্ঞা করেছিলেন৷ সে সেই পুত্র হবে যাকে ঈশ্বর অব্রামকে প্রচুর বংশধর দেওয়ার জন্য ব্যবহার করবেন৷

আমি আমার নিয়ম তার সাথে স্থির করব

এটি এই একই নিয়ম যা ঈশ্বর অব্রামের সাথে স্থাপন করেছিলেন৷

বহুজনের পিতা

যেমনটি ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে অব্রাহাম বহু লোকের পূর্বপুরুষ হবেন ও যিনি বহু জাতির পিতাও হবেন৷

রাজকুমারী

রাজকুমারী হল রাজার কন্যা৷ সারী ও সারা দুটি নামেরই অর্থ হল “রাজকন্যা৷” কিন্তু ঈশ্বর তার নাম বদলালেন এটি নিরুপণ করতে যে তিনি বহু জাতির মাতা হবেন আর তার কিছু উত্তরাধিকারীরা রাজা হবেন৷