bn_obs-tn/content/05/01.md

972 B

তখনও সন্তান ছিল না

সন্তানহীন, অব্রামের কোনো উত্তরাধিকারী ছিল না একটি মহান জাতি হওয়ার জন্য৷

তাকেও বিবাহ করুন

অব্রাম হাগারকে দ্বিতীয় স্ত্রী রূপে বিবাহ করতে পারেন কিন্তু হাগার সারীর ন্যায় সম্পূর্ণ মর্যাদা পাবেন না৷ সে তথাপি সারীর সেবিকাই থাকবেন৷

আমার জন্য একটি সন্তান জন্মাবে

যেহেতু হাগার সারীর সেবিকা ছিলেন, তাই সারী হাগারের দ্বারা উৎপন্ন কোনও সন্তানের মাতা হবেন৷