bn_obs-tn/content/04/09.md

1.3 KiB

দুটি দলসমূহ

দল সমূহ বলতে দুজনও হতে পারে, দুটি সম্প্রদায় হতে পারে, বা একটি ব্যক্তি ও একটি গোষ্ঠীও হতে পারে৷ এই ক্ষেত্রে ঈশ্বর ও অব্রামের মধ্যে সম্মতি বোঝায়৷

তোমার নিজ দেহ থেকে

তার নিজ শরীর দ্বারা অব্রাম তার স্ত্রীকে গর্ভবতী করবেন, যেন দুজনের দ্বারা তাদের প্রাকৃতিক পুত্র সন্তান হয়৷ এটি একটি অদ্ভুত প্রতিজ্ঞা ছিল, যেহেতু তখন অব্রাম ও সারী খুবই বৃদ্ধ ছিলেন৷

পুত্র ছিল না

অব্রামের তখনও কোনো সন্তান ছিল না যে সেই দেশটিতে রাজত্ব করে৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷