bn_obs-tn/content/04/04.md

2.2 KiB

শত শত বছর পর

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “বাবিলে লোকেদের ভিন্ন ভাষায় আলাদা হওয়ার বহু প্রজন্মের পরে৷”

তোমার দেশ ত্যাগ কর

এটি উল্লেখ করে যে এলাকায় অব্রাম জন্মে ছিলেন আর বড় হয়েছিলেন (সেন্ট্রাল এশিয়ার একটি এলাকা যাকে “উর” বলা হত)৷ এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “একটি অঞ্চল” বা, “মাতৃভূমি” বা তেমনই কিছু একটা৷

আর পরিজনদের ত্যাগ কর

ঈশ্বর অব্রামকে তার বেশিরভাগ পরিজনদের ছেড়ে চলে আসার আহ্বান দিয়েছিলেন৷ যাইহোক, ঈশ্বর অব্রামকে তার সেই পরিজনদের পরিত্যাগ করতে বলেন নি যাদের দায়িত্ব তার উপর রয়েছে যেমন তার স্ত্রী৷

তোমাকে একটি মহান জাতি করব

ঈশ্বর অব্রামকে প্রচুর সন্তান দেবেন, আর তারা একটি বিরাট আর গুরুত্বপূর্ণ জাতি বা দেশে পরিণত হবে৷

তোমার নাম মহান করব

এর অর্থ হল অব্রামের নাম আর পরিবার পৃথিবীতে সুপরিচিত হবেন আর লোকেরা তাদের সুনাম করবে৷

পৃথিবীর সকল জাতি

ঈশ্বরকে অনুস্মরণ করার অব্রামের নির্ণয়টি কেবল তার পরিবারকেই নয় বরং পৃথিবীর সকল গোষ্ঠির লোকেদেরই প্রভাবিত করবে৷