bn_obs-tn/content/03/16.md

1.7 KiB

রামধণু

এটি হল অর্ধাকৃত বিভিন্ন রঙের ছটা যা বৃষ্টির পর আকাশে দেখা যায়৷

একটি চিহ্ন

একটি চিহ্ন হল কিছু (একটি বস্তু বা ঘটনা) যা একটি নিশ্চিত অর্থ প্রকাশ করে বা যা কিছুর দিকে ইঙ্গিত করে যা সত্য বা ঘটতে চলেছে৷

তাঁর প্রতিজ্ঞার একটি চিহ্নস্বরূপ

কিছু ভাষায় এটি আরো ভালো ভাবে বলা যেতে পারে, “তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন তা দেখাতে৷”

প্রতিবার

এটি নিশ্চিত করুন যে এর অর্থ হল সেই সময় থেকে প্রতিবার যখন রামধণু এটি অন্তর্ভুক্ত করা প্রয়োজন, “তখন থেকে, প্রতিবার৷”

যে তিনি প্রতিজ্ঞা করেছেন

এটি পূর্ববর্তী কাঠামোকে উল্লেখ করে যেখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীকে বন্যার দ্বারা আর কখনো বিনাশ করবেন না৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷