bn_obs-tn/content/03/15.md

1.3 KiB

আর কখনো নয়

এর অর্থ হল, “আবার কখনো নয়” বা, “আর কোনো সময়ে নয়” বা, “সত্যি সত্যি পুনরায় নয়৷” উদাহরণস্বরূপ: “আমি আর কখনো ভূমিকে অভিশপ্ত করব না” বা, “আমি কোনো সময়েও ভূমিকে পুনরায় অভিশপ্ত করব না” বা, “আমি সত্যি সত্যি আবার ভূমিকে অভিশপ্ত করব না৷”

ভূমিকে অভিশপ্ত করা

মানুষের পাপের জন্য পৃথিবী আর অন্যান্য সৃষ্ট প্রাণীরা ভুগেছিল৷

পৃথিবী

এটি উল্লেখ করে পৃথিবী ও সকল জীবিত প্রানীরা যারা এর উপর বসবাস করে৷

মনুষ্য জাতি শৈশবকাল থেকেই পাপময়

এটি অন্যভাবে বললে এটি হবে, “মনুষ্যেরা তাদের সম্পূর্ণ জীবনই পাপময় কার্য করে৷”