bn_obs-tn/content/03/13.md

1.2 KiB

দু সপ্তাহ পর

এর অর্থ হল নোহ জাহাজটি থেকে কপোতটিকে ছাড়ার দু সপ্তাহ পর৷ এটা সুনির্দিষ্ট ভাবে বলা জরুরী হবে যদি এটা স্পষ্ট না হয়ে থাকে৷

প্রচুর সন্তানবর্তী হও

এটা স্পষ্ট নিশ্চিত হওয়ার জন্য যে এটি ছিল ঈশ্বরের আজ্ঞা আর ইচ্ছে, আপনি বলতে পারেন, “তোমাদের প্রচুর সন্তান থাকতে হবে৷” বা, “আমি চাই তোমাদের প্রচুর সন্তান হোক৷”

পৃথিবী পরিপূর্ণ কর

যদি এটি স্পষ্ট না হয়, এটা বলা জরুরী যে, “এবং পৃথিবীকে মানুষের দ্বারা পরিপূর্ণ কর” বা, “যেন পৃথিবীতে প্রচুর পরিমানে মানুষ জন্মায়৷”