bn_obs-tn/content/03/06.md

1.1 KiB

ঈশ্বর পাঠিয়ে দিলেন

নোহকে পশুদের খুঁজতে যেতে হয়নি৷ ঈশ্বর তাদেরকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন৷

উৎসর্গতে ব্যবহার

কিছু ভাষাতে এটি এভাবে বললে ভালো হবে, “ঈশ্বরের প্রতি বলি দেওয়ার জন্য গ্রহণযোগ্য পশুসমূহ৷” ঈশ্বর নির্ণয় নিয়েছিলেন যে লোকেদের তাঁর প্রতি বলি উৎসর্গ করা উচিত, কিন্তু কিছু নিশ্চিত ধরনের পশুদের বলি দেওয়াটিকে তিনিই কেবল অনুমতি দেন৷

ঈশ্বর সয়ং দ্বার বন্ধ করে দিয়েছিলেন

এটি জোর দেয় যে ঈশ্বর ছিলেন যিনি নিজেই দ্বার বন্ধ করে দিয়েছিলেন৷