bn_obs-tn/content/03/01.md

1.7 KiB

বহুকাল পর

এই কাহিনীটি সৃষ্টি হয়ে যাবার বহু প্রজন্মের (হাজার হাজার বছর) পর ঘটেছিল৷

ভীষণ দুষ্ট আর হিংস্রক

আরো সহজ ভাবে বললে, “দুষ্ট হয়ে উঠেছিল আর হিংস্রক কর্ম করেছিল৷”

এটা এতটাই খারাপ হয়ে উঠেছিল

এটা বললে স্পষ্ট হবে যে, “মানুষেরা আঘাতকারী ও ক্ষতিকারক ভাবে ব্যবহার করছিল৷”

ঈশ্বর নির্ণয় নিলেন ধ্বংস করার

এর মানে এ নয় যে পৃথিবী সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে৷ বরং ঈশ্বর সকল লোকেদের যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর যারা সেই দুষ্টতার আর হিংসার কারণ ছিল তাদের শেষ করার যোজনা করেছিলেন৷ এই বন্যাটি ভুচর আর পাখিদেরও শেষ করবে৷

বিপুল বন্যা

খুব গভীর জলরাশি যা পৃথিবীকে আচ্ছাদন করবে এমনকি সেসব জায়গাও যেখানকার মাটি সাধারনত শুকনো আর এমনকি সবচাইতে উচুঁ পর্বতদের শৃঙ্গও ডুবিয়ে দেবে৷