bn_obs-tn/content/02/11.md

1.6 KiB

ভূমি অভিশাপগ্রস্ত হল

আদমের অবাধ্যতার শাস্তি স্বরূপ, পৃথিবী আর কখনো ফলবন্ত থাকবে না৷ আদমকে যথেষ্ট খাদ্য খাওয়ার জন্য খুবিই কঠিন প্ররিশ্রম করতে হবে৷

তুমি মরবে

তাদের অবাধ্যতার চূড়ান্ত শাস্তি হল মৃত্যু৷ আত্মিক মৃত্যুটি হল ঈশ্বরের থেকে আমাদের পৃথক হওয়া৷ শারীরিক মৃত্যুটি হল আমাদের শরীর থেকে আমাদের পৃথক হওয়া৷

ধুলাতে ফিরে যাবে

ঈশ্বর আদমকে ধুলো বা মাটি থেকে বানিয়েছিলেন আর তাকে জীবন দিয়েছিলেন৷ পাপের পরিনাম স্বরূপ, তার জীবন তার থেকে নিয়ে নেওয়া হবে আর তার শরীর পচবে আর পুনরায় ধুলোয় পরিনত হবে৷

হবা, যার অর্থ হল ‘জীবন

দাত্রী’

সকল মানুষের মাতা

এর অর্থ হল যে তিনি সকল মানুষের মহিলা প্রাচীনা হবেন৷ কিছু ভাষা বলে যে “তিনি সকলের মাতামহী হবে৷”