bn_obs-tn/content/02/09.md

1.3 KiB

তুমি অভিশপ্ত

এটি এরূপও অনুবাদ করা যেতে পারে, “আমি তোমায় অভিশাপ করি” বা, “ভারী ক্ষতি তোমার উপর আসবে৷” এমন শব্দের প্রয়োগ করবেন না যা জাদুর ইঙ্গিত করে৷

একেঅপরকে দ্বেষ

স্ত্রীটি সাপটিকে ঘৃণা করবে আর সাপ স্ত্রীটিকে৷ স্ত্রীর সন্তানেরাও সাপের সন্তানদের ঘৃণা করবে আর সাপের সন্তানেরাও তাদের ঘৃণা করবে৷

স্ত্রীর সন্তান

বিশেষত তার সন্তানদের একজনকে বিশেষের উল্লেখ করা হয়েছে৷

তোমার মাথা চূর্ণ করবে

স্ত্রীর সন্তানটি সাপের সন্তানটিকে ধ্বংস করবে৷

তার গোড়ালি ক্ষত করবে

সাপের সন্তানটি স্ত্রীর সন্তানটিকে আঘাত করবে৷