bn_obs-tn/content/02/08.md

2.7 KiB

তোমাকে কে বলেছে যে তুমি নগ্ন?

অথবা, “তুমি কি ভাবে জানলে যে তুমি নগ্ন?” ঈশ্বর তার সকল প্রশ্নের উত্তর প্রথম থেকেই জানেন৷ এই প্রশ্নটি ও আগামী প্রশ্নটি করার দ্বারা, তিনি আদমকে সুযোগ দিচ্ছিলেন তার অবাধ্যতার পাপ স্বীকার করার৷ নগ্ন হওয়াটা পাপ ছিল না৷ ঈশ্বর তাদের তেমনই সৃষ্টি করেছিলেন৷ তাদের নগ্ন হওয়ার জ্ঞানটিই সমস্যা ছিল৷ তাদের লজ্জা প্রমান করছিল যে তারা পাপ করেছে৷

সে আমাকে ফল দিয়েছে

নিজের অবাধ্যতা স্বীকার না করে আর ঈশ্বরের অবাধ্য হওয়ার দায়িত্ব না নিয়ে পুরুষটি স্ত্রীটিকে দোষ দিলেন৷

তুমি এ কি করেছ?

বা, “তুমি কেন এমনটা করলে?” ঈশ্বর আগে থেকেই এই প্রশ্নের উত্তরটি জানেন৷ এই প্রশ্নটি করার দ্বারা ঈশ্বর নারীটিকে সুযোগ দিচ্ছিলেন যেন সে তার দোষ স্বীকার করেন৷ তিনি [ঈশ্বর] আরো ইঙ্গিত করছিলেন যে তার [হবা] এমনটা করা উচিত হয়নি যা তিনি করে ফেলেছেন৷

সাপ আমায় প্রবঞ্চিত করেছেন

সর্পটি তাকে প্রতারণা বা বিভ্রান্ত করেছে৷ সে তাকে মিথ্যে বলেছিল৷ আপনি এমন শব্দের ব্যবহার করবেন না যে তিনি তার উপর একটি মন্ত্র নিক্ষেপ করেছিল বা তাকে সন্মোহিত করেছিল৷ নিজের অবাধ্যতা স্বীকার না করে আর ঈশ্বরের প্রতি অবাধ্য হওয়ার দায়িত্ব স্বীকার না করে, স্ত্রীটি সাপকে দোষ দিলেন৷