bn_obs-tn/content/02/07.md

1.1 KiB

ঈশ্বর চলাফেরা করছিলেন

এমনটি দেখাচ্ছে যে ঈশ্বর প্রতিনিয়ত উদ্যানে চলাফেরা করতেন আর পুরুষ আর স্ত্রীটির সাথে কথা বলতেন৷ আমরা জানি না যে এটি কেমন করে হত৷ যদি এমনটি সম্ভব, তাহলে একজন ব্যক্তির সাথে কথোপকথনের তুল্য শব্দটি ব্যবহার করাটা উত্তম হবে৷

তুমি কোথায়?

ঈশ্বর প্রথম থেকেই জানতেন এই প্রশ্নের উত্তরটি৷ প্রশ্নটি করার উদ্দেশ্যটি ছিল পুরুষ ও স্ত্রীটির উপর চাপ দেওয়ার জন্য যেন তারা বর্ণনা দেয় যে কেন তারা লুকিয়েছে?