bn_obs-tn/content/02/04.md

890 B

ঈশ্বরের সমান

পুরুষ ও স্ত্রীটি প্রথম থেকেই ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করা হয়েছিল৷ সাপটি স্ত্রীটিকে পরামর্শ দিয়েছিল যে স্ত্রীটি ঈশ্বরের স্বরূপ হতে পারে যদি সে অসৎকে আরো ভালো করে বোঝে৷ যাইহোক, ঈশ্বর কখনো চাই নি যে তার এই জ্ঞান হোক৷

সৎ আর অসৎ জানা

ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে কি ভালো আর কি মন্দ তা জানা, বা জানার ক্ষমতা রাখা কোনকিছু ভালো কি খারাপ৷