bn_obs-tn/content/02/03.md

1.4 KiB

ফল

আমরা জানি না যে সেটি কি ধরনের ফল ছিল৷ আমরা কেবল জানি যে এটি সেই বৃক্ষে ফলত ৷ যদি সম্ভব হয় তবে এটা ভালো হবে যদি আমরা সেটিকে বলার জন্য ফল শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করি আথবা এটি একটি বিশেষ ধরনের ফল এমন শব্দ ব্যবহার করতে পারি ৷

সৎ ও অসৎ জ্ঞান প্রদানকারী বৃক্ষ

স্ত্রীটি সঠিক বুঝেছিল যে এই একটি বৃক্ষ থেকে ফল খাওয়ার তাদের অনুমতি নেই যা তাদের মন্দ একইভাবে ভালো বিষয় বুঝবার ক্ষমতা প্রদান করবে৷

তোমরা মরবে

মৃত্যুর জন্য আপনি সাধারণ শব্দের প্রয়োগ করুন, একজনের ভৌতিক জীবনের সমাপ্তি৷ আপনি শব্দটিকে এড়িয়ে যাবেন না যেহেতু মৃত্যু সম্বন্ধে ভাবনাটি খুবিই জটিল ৷